Uncategorized

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৫ কি‌লো‌মিটা‌র যানজট

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতির চরভাবলা থেকে প‌শ্চিম টোলপ্লাজা পর্যন্ত ১৫ কি‌লো‌মিটার সড়কে যানজটের সৃষ্টি হ‌য়ে‌ছে।

বৃহস্পতিবার রাত দেড়টার দি‌কে মহাসড়কের কা‌লিহাতি উপ‌জেলার কামাঙ্খা‌মোড় এলাকায় এক‌টি চলন্ত ট্রা‌কের এক্সেলসহ চাকা খু‌লে যায়। ফ‌লে মহাসড়কের দুই‌ লে‌নে যানবাহন চলাচলেবিঘ্ন ঘটে।

যানজটের ফ‌লে বঙ্গবন্ধু সেতু থেকে এ‌লেঙ্গা পর্যন্ত ১৫ কি‌লো‌মিটার সড়কের ঢাকাগামী লেনে পরিবহন চলাচল বন্ধ রয়েছে।

বঙ্গবন্ধু সেতু ট্রাফিক ক‌ন্ট্রোল রুম (‌টি‌সিআর) সূ‌ত্রে জানা যায়,কামাঙ্খার মো‌ড়ের ১৬ নম্বর ব্রিজের কা‌ছে এক‌টি চলন্ত ট্রা‌কের এক্সেলসহ চাকা খু‌লে প‌ড়ে। এ‌তে সড়‌কে যানবাহন চলাচল বন্ধ হ‌য়ে যায়। ট্রাক‌টি উদ্ধা‌রে কাজ চল‌ছে।

Related Articles

Back to top button