Uncategorized

পরিণীতিকে বিয়ের আগে বাংলো ছাড়ার নোটিশ পেলেন সংসদ সদস্য রাঘব

আম আদমি পার্টির (আপ) রাজ্যসভার সংসদ সদস্য রাঘব চাড্ডা। প্রথমবারের সংসদ সদস্য হিসেবে তার যা মর্যাদা, তার তুলনায় উঁচুমানের বাংলো পেয়েছেন তিনি। তাই রাজ্যসভা সচিবালয় তাকে মধ্য দিল্লির পান্ডারা রোডের ওই বাংলোটি খালি করার নির্দেশ দিয়েছে।

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, ৩৫ বছর বয়সি রাঘব বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার সঙ্গে বাগদান পর্বের পরেই ‘ঘরছাড়া’ হওয়ার মুখে। তবে রাজ্যসভা হাউস কমিটির ওই নোটিশকে চ্যালেঞ্জ করে দিল্লির পাটিয়ালা হাউস কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। শনিবার মামলার পরবর্তী শুনানি হবে।

রাঘব গত বছরের মে মাসে দিল্লি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ওই সময় রাজ্যসভার হাউস কমিটি তার জন্য ওই টাইপ-ফোর বাংলোটি বরাদ্দ দেয়। কিন্তু রাজ্যসভা সচিবালয়ের যুক্তি, ওই শ্রেণির বাংলো সাধারণত প্রবীণ সংসদ সদস্য বা কেন্দ্রীয় প্রতিমন্ত্রীদের জন্য বরাদ্দ করা হয়। প্রথমবারের সংসদ সদস্য রাঘব পেতে পারেন টাইপ-ফাইভ বাংলো।

Related Articles

Back to top button