Uncategorized

এটা কি মগের মুল্লুক, প্রশ্ন বরিশাল সিটির লাঙ্গলের প্রার্থীর

বরিশাল সিটি করপোরেশন নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে জানিয়ে জাতীয় পার্টির প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস বলেছেন, এটা কি মগের মুল্লুক? সরকারের বিভিন্ন বিভাগ থেকে আমাদের নানান ধরনের হুমকি দেওয়া হচ্ছে। আমরা কোনো সামাজিক সংগঠনের কাছে কর্মসূচি করতে গেলে সেই সংগঠনকে নিষেধ করছে। প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার সকালে নগরীর বাকলার মোড় এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

জাতীয় পার্টির তাপস আরও বলেন, আমরা কোনো সংগঠনের সঙ্গে সভা করতে গেলে তারা (সংগঠকরা) বলে সরকারি দলের চাপ আছে। আপনাকে ভোট দেব কিন্তু কোনো কর্মসূচি করতে পারব না। জনগণের মূল্যবান সম্পদ ভোট, সেই ভোট কতকাল জোর করে নেবে? সাধারণ মানুষের জনরোষ যদি তৈরি হয়ে যায় তাহলে রক্ষা নেই। এটা কিসের আলামত? বরিশালে কী হচ্ছে?

তিনি আরও বলেন, এই নির্বাচনে যদি কারচুপি করার চেষ্টা করে তাহলে তা দেশের মানুষসহ বিশ্বের কাছে জানিয়ে দেব। বরিশালবাসীকে নিয়ে আন্দোলন করব। আমি আশা করব তারা (সরকারি বিভিন্ন বিভাগ) নৌকার প্রার্থীর কাছ থেকে সরে যাক।

Related Articles

Back to top button