সম্মাননা পেলেন যুগান্তর প্রতিনিধি রফিক মোল্লা

সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় যুগান্তরের বেলকুচি-চৌহালী প্রতিনিধি রফিক মোল্লাকে বিশেষ সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়েছে।
রফিক মোল্লা নাগরিক টেলিভিশনের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ও এনায়েতপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছে। এছাড়া বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের সিরাজগঞ্জ জেলার সাধারণ সম্পাদক তিনি।
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স সোসাইটির ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিল্পকলা একাডেমির চিত্রকলা মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এ সম্মাননা স্মারক ও সনদপত্র দেওয়া হয়।
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স সোসাইটির সভাপতি আলী আশরাফ আখন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম।
এ সময় অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন, দৈনিক নওরোজের সম্পাদক শামছুল হক দুররানী ও বিশিষ্ট ক্রাইম রিপোর্টার ওয়াহিদ মুরাদসহ বিশিষ্টজনরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সমাজসেবা, চিকিৎসা, শিক্ষকতা, সাংবাদিকতা, আইনসেবা, ব্যাংকিং সেবায় বিশেষ অবদান রাখায় ২৫ জনকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম।