Uncategorized

কলেজ মাঠে বসে থাকা চালকের ওপর তুলে দিল প্রাইভেটকার

মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের মাঠে বিশ্রাম নিতে বসে ছিলেন জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ শাখায় নৌযানের চালক আমজাদ হোসেন মোড়ল (৪১)। এ সময় একটি প্রাইভেটকার তার ওপর উঠিয়ে দেওয়া হয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

নিহত আমজাদ হোসেন মোড়ল গাজীপুরের নলগাঁও গ্রামের চাঁন মিয়া মোড়লের ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

সদর থানার পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে হাঁটাহাঁটি শেষে বসে বিশ্রাম নিচ্ছিলেন আমজাদ হোসেন মোড়ল। এ সময় ফয়সাল আহম্মদ নামের এক যুবক তার ওপর প্রাইভেটকার তুলে দেন।

স্থানীয়রা আমজাদ হোসেন মোড়লকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আমজাদ হোসেন মোড়লকে মৃত ঘোষণা করেন।

এদিকে প্রাইভেটকারচালক ফয়সাল আহম্মদ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা ধাওয়া করে তাকে ধরে প্রাইভেটকারসহ আটক করে গণধোলাই দেন। এরপর পুলিশ উদ্ধার করে ফয়সাল আহম্মেদকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসায় অবস্থার অবনতি ঘটলে পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে (নিনস) পাঠানো হয়।

বুধবার দুপুরে সদর থানায় গিয়ে দেখা গেছে, যে গাড়িটি পুলিশ জব্দ করেছে সেই গাড়ির সামনে ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষের স্বাক্ষরযুক্ত স্টিকার রয়েছে।

মানিকগঞ্জ বিআরটিএ অফিস সূত্রে জানা গেছে, গাড়িটির মালিক মো. আমিনুর ইসলাম। মানিকগঞ্জ শহরের উত্তর সেওতা এলাকায় তার বাড়ি। গাড়ির মালিকের নম্বর নিয়ে তার মোবাইল ফোনে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ না করায় তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

এ ব্যাপারে সদর থানার ওসি আবদুর রউফ সরকার বলেন, প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে।

Related Articles

Back to top button