Uncategorized

মোহামেডানের পর খেলাঘরের কাছেও হার আবাহনীর

মঙ্গলবার কুমিল্লায় ফেডারেশন কাপ ফুটবলের শ্বাসরুদ্ধকর ফাইনালে লড়াই করেও টাইব্রেকারে মোহামেডানের কাছে হেরে যায় আবাহনী লিমিটেড।

সেই হারের চব্বিশ ঘণ্টা না যেতেই মেয়েদের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে খেলাঘরের বিপক্ষে হেরেছে আবাহনী।

বুধবার ফতুল্লায় আবাহনীকে আট রানে হারিয়েছে খেলাঘর। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান অধিনায়ক লতা মন্ডলের এদিনও দায়িত্বশীল ৭২ রানে খেলাঘর ১৭০ করে অলআউট হয়। টার্গেট তাড়ায় শামীমা সুলতানার (৬২) হাফ সেঞ্চুরির পরও আবাহনী অলআউট হয় ১৬২ রানে।

প্রথমে ব্যাট করতে নামা খেলাঘরের মাত্র তিন ব্যাটার দুই অঙ্কের রান করেন। ওপেনার দিলারা আক্তার ৩৭, স্বর্ণা আক্তার ৩২ ও লতা মন্ডল ৭২ রান করেন। লতা ১১৪ বলের ইনিংসে তিনটি চার ও একটি ছক্কা হাঁকান। ইসমা তানজিম তিনটি এবং জাহানারা আলম ও সাবেকুন নাহার দুটি করে উইকেট নেন।

টার্গেট তাড়ায় আবাহনীর দুই ওপেনার শামীমা সুলতানা ও মুর্শিদা খাতুন ৬১ রান তোলেন উদ্বোধনী জুটিতে। এই জুটি ভাঙার পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১১ বল বাকি থাকতে ১৬২ রানে অলআউট হয় আবাহনী। সুলতানা খাতুন ও ফাহিমা খাতুন তিনটি করে এবং স্বর্ণা আক্তার দুটি উইকেট নেন।

Related Articles

Back to top button