Uncategorized

দুস্থের চাল যাচ্ছে সচ্ছলদের হাতে

হোসেনপুর ইউনিয়নে ভিডব্লিউবির তালিকাভুক্ত ২৬৬ জন। তাঁদের মধ্যে আকমিনা বেগম বললেন, তিনি চাল তোলেননি। তাঁর কার্ড ইউপি চেয়ারম্যানের সহযোগী হেলালের কাছে।

ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমানের দাবি, যাঁর কার্ড তাঁর কাছেই আছে। তিনি উল্টো অভিযোগ করেন, স্থানীয় আওয়ামী লীগ, সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান ২৬৬ কার্ডের ৩৫ শতাংশ ভাগ নিয়েছেন।

তবে গাইবান্ধা-৩ আসনের (পলাশবাড়ী ও সাদুল্যাপুর) সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি দাবি করেন, তিনি কোনো ভাগ নেননি। বরং উপজেলা প্রশাসনকে বলেছিলেন, প্রকৃত দরিদ্র পরিবারগুলোকে ভিডব্লিউবির কার্ড দিতে।

বেদকাপা ইউনিয়নের ডাকেরহাট গ্রামে পাশাপাশি বাড়িতে বাস করা দুই নারী রুবী বেগম ও রত্না বেগম ভিডব্লিউবি সুবিধার জন্য আবেদন করেন। রুবী বেগমের একতলা পাকা বাড়ি। স্বামী সরকারি চাকরি করেন। আবাদি জমিও আছে। অন্যদিকে রত্না বেগমের দুটি টিনের ঘর। জমি বলতে বাড়িভিটার দেড় শতক। স্বামী কাঠমিস্ত্রির কাজ করে সংসার চালান।

Related Articles

Back to top button