বানিয়াচং মডেল প্রেস ক্লাবের সভাপতি লিটন, সম্পাদক আব্দাল

মেয়াদপূর্তির এক মাস আগেই ২০২৩-২৪ সেশনের জন্য হবিগঞ্জ জেলার বানিয়াচং মডেল প্রেস ক্লাবের দি-বার্ষিক কাউন্সিলে যুগান্তরের বানিয়াচং প্রতিনিধি জীবন আহমেদ লিটন সভাপতি ও প্রতিদিনের বাণীর বানিয়াচং প্রতিনিধি মো. আব্দাল মিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সোমবার বেলা ১১টায় ক্লাবের কার্যালয়ে সভাপতি সর্দার আজিমুল হক স্বপনের সভাপতিত্বে ও সম্পাদক শিব্বির আহমদ আরজুর সঞ্চালনায় সম্মেলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা মোত্তাক্বিন বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা শেখ শাহনেওয়াজ ফুল মিয়া ও যুবলীগ সাংগঠনিক সম্পাদক মো. শাহিবুর রহমান।
এছাড়াও সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ইংরেজি দৈনিক কান্ট্রি টুডের প্রতিনিধি ইমতিয়াজ আহমেদ লিলি, সহ-সভাপতি শামীম আহমদ চৌধুরী, জয়েন্ট সেক্রেটারি তানজিল হাসান সাগর ও কোষাধ্যক্ষ শেখ মো. আলমগীর মিয়া।
ক্লাবের অন্যরা হলেন- প্রচার সম্পাদক এমএ কাদির বাবুল, আইন বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, দফতর সম্পাদক শাহরিয়ার হোসেন বিলাস, সিনিয়র নির্বাহী সদস্য সমকাল প্রতিনিধি রায়হান উদ্দিন সুমন, নির্বাহী সদস্য ইত্তেফাক প্রতিনিধি সর্দার আজিমুল হক স্বপন, ভোরের কাগজ প্রতিনিধি শিব্বির আহমদ আরজু, আব্দুল মালিক, খোরশেদ আলম ও ইমদাদুল হক মাসুম।