Sports

দূরত্ব কমতে শুরু করেছে মেসি, নেইমার ও এমবাপ্পের

দূরত্ব কমতে শুরু করেছে মেসি, নেইমার ও এমবাপ্পের

দূরত্ব কমতে শুরু করেছে মেসি, নেইমার ও এমবাপ্পের. তিনদিনের সৌদি আরব সফর শেষে অন্তত তাই মনে করছেন পিএসজি কোচ. কৃষ্ণ গোল্ডিয়া বলছেন এই সফর প্রীতি ম্যাচের চেয়েও বেশি কিছু ছিল. তবে দূরত্ব কতটা কমেছে সেটি দেখা মিলবে পরের ম্যাচগুলোতে মেসি নেইমার ইনব্যাপ্টে যখন একসাথে খেলেন সেটা ফুটবলের অনিন্দ্য সুন্দর দৃশ্য.

সেই দৃশ্য দেখার জন্য মুগ্ধনয়নে তাকিয়ে থাকেন ফুটবল প্রেমীরা. কিন্তু যখন শোনা যায় এই ত্রয়ীর মধ্যে ব্যাপক ফাটল. তখনই সুন্দর দৃশ্যায়নও হয়ে ওঠে মৃত জঞ্জালের মতো. বেশ কিছুদিন ধরেই এই ত্রয়ীকে নিয়ে গুঞ্জন. সময়টা ভালো যাচ্ছে না. বিশ্বকাপের ফাইনালে মিশিনবাপ্পের দূরত্বের গুঞ্জনের শুরু. সেটি অবশ্য ডালপালা মেলার আগেই ইতি টেনেছিলেন কিলিয়ান ইনবক্সে কিন্তু নেইমার আর এই সম্পর্ক পৌঁছেছিল তিক্ততার শীর্ষে. একজন খেললে আরেকজন খেলবেন না. সেরকমটাও এসেছিল গণমাধ্যমে. সেসবকে ছাড়িয়ে আবারও এই ত্রইর মধ্যে বাড়ছে সুসংহতি. অন্তত ছবি তো তাই বলছে. সব শেষ সৌদি আরবে তিন দিনের সফরে যাওয়া PNG দলের জন্য কাজ করেছে টনিক হিসেবে.

মেসি নেইমার ও এমবাপ্পে

এই সফর মেসিন, সম্পর্কে এনেছে সুসংহতি. একসাথে তিন দিন থাকলে নিজেদের মধ্যে স্বাভাবিকভাবেই ভাবের আদান প্রদান হয় সেটি হয়েছে সৌদি আরবে. আর তাতেই কমেছে দূরত্ব. ম্যাচেই যেটির প্রতিফলনের দেখা মিলেছে. তিনদিন একসঙ্গে থাকলে কথা বা ভাবের আদান-প্রদান হওয়াটা এতে দলের সংহতিও বাড়ে. সৌদি আরবে সিরিয়াস একটি ম্যাচ খেলারই লক্ষ্য ছিল আমাদের.

খেলোয়াড়েরা খুব মনোযোগীও ছিল ম্যাচটি নিয়ে. আমরা অনেক অনুশীলনও করেছি. এটা একটা প্রীতি ম্যাচের চেয়েও ভালো ছিল. ফুটবল প্রেমীরা এই ত্রয়ীর যে সুন্দর দৃশ্য দেখতে চায় সেটা সেটা কতটা সুন্দর হয়ে উঠবে তা পরের ম্যাচ গুলোই বলে দেবে.

Back to top button