আদালতের নির্দেশ অমান্য করে বাসভবনে ভাঙচুর লাহোর পুলিশের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

আদালতের নির্দেশ অমান্য করে বাসভবনে ভাঙচুর লাহোর পুলিশের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
আদালতের নির্দেশ অমান্য করে বাসভবনে ভাঙচুর চালানোয় লাহোর পুলিশের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী. ইমরান খান. রোববার গভীর রাতে দেন এই ভিডিও বার্তা.
জানান রাজধানী ইসলামাবাদে মামলার হাজিরা দিতে যান তিনি. সেই সুযোগে বুলডোজার দিয়ে তার জামা পার্কের. বাড়িতে ভাঙচুর চালানো হয়. তল্লাশির নামে নৈরাজ্য সৃষ্টি করে সরকারের পেটুয়া বাহিনী. বেধড়ক মারা হয়েছে দলীয় নেতাকর্মীদের. যা কোনোভাবেই গণতান্ত্রিক রাষ্ট্রের পরিচয় বহন করে না. লাহোর হাইকোর্টে অভিযোগ দায়ের করা হবে এমন হুঁশিয়ারি.
ইমরান. একই সাথে জানান বুধবার নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে লাহোরে শুরু হবে র্যালি. সরকারের দমন নিপীড়নের সামনে রুখে দাঁড়াবে পিটিআই. আলোচিত তোষাখানা মামলায় ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আদালত. সেটি ঘিরেই পাকিস্তানের রাজনীতিতে উত্তেজনা তুঙ্গে.
আমার বাড়ি তছনছ করে দিয়েছে নিরাপত্তা বাহিনী. যে সব পুলিশ কর্মকর্তা ভাঙচুর চালিয়েছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে. আমরা লাহোর হাইকোর্টের দ্বারস্থ হচ্ছি.
নেতাকর্মীদের বলবো প্রস্তুত হন. বুধবার মিনারি পাকিস্তান থেকে শুরু হবে নির্বাচনী র্যালি.সেদিনই পুরো দেশ দেখবে কারা (পিটিআই) এ আছে.