International

এবার ইউক্রেনের ২টি শহর দখলে মরিয়া রুশ সেনারা Ukraine Russia Crisis Emmanuel Macron Olaf Scholz

এবার ইউক্রেনের ২টি শহর দখলে মরিয়া রুশ সেনারা Ukraine Russia Crisis Emmanuel Macron Olaf Scholz

ইউক্রিনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় জাপুরী জিয়ার দুটি শহরের দিকে এগিয়ে আসছে রুশসেনারা. রোববার রাশিয়ার পক্ষ থেকে এ দাবি করা হয়. গত কয়েকদিন জাপুরী জিয়া ও এর আশপাশের অঞ্চলগুলোতে ইউক্রেনের সেনাদের সঙ্গে রুশসেনাদের চলছে তীব্র লড়াই.

জাফরের জিআই রাশিয়ার নিযুক্ত এক কর্মকর্তা জানান রুশবাহিনীর পুরো নজর এখন জাপুরী জিয়ার রাজধানী থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত ওর রিকিব এবং হুলাইপল শহর. এর আগে জাপুরি জিআই রুশসেনারার নতুন অভিযান শুরু করেছে বলে মস্কোর পক্ষ থেকে জানানো হয়. এর মধ্যেই বাকমুত শহরে চলছে পুতিন ও জেরেন্স কি বাহিরের মধ্যে ব্যাপক লড়াই.

এদিকে ইউক্রেনকে সহায়তা ও ইউরোপীয় ইউনিয়নকে শক্তিশালী করতে দৃঢ় অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছে ফ্রান্স ও জার্মানি. দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী দু দেশের মধ্যকার বন্ধুত্বের ষাটতম বার্ষিকীতে একথা জানান দেশ দুটির নেতারা.

তারা বলেন যতদিন প্রয়োজন ইউক্রেনকে সহায়তা দিয়ে যাবেন তারা. একই সঙ্গে যুদ্ধাপরাধীদের বিচারের আওতায় আনার প্রচেষ্টাকে সমর্থন জোগানোর প্রতিশ্রুতিও দেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও জার্মান চ্যান্সেলার ওলাপ সলস রুশ প্রেসিডেন্ট ভ্রাদিমের পুতিনের এক ঘনিষ্ঠ মিত্র বলেন কেবে পশ্চিমাদের সরবরাহ করা অস্ত্র,

রাশিয়ার ভূখণ্ডের জন্য হুমকি স্বরূপ, বিশ্বের জন্য বিপর্যয় ডেকে আনবে উল্লেখ করে তিনি বলেন এসব গণ বিধ্বংসী অস্ত্র ব্যবহারে.

তখন আর কোন যুক্তি তর্কই খাটবে না. এদিকে ইউক্রিনকে যুক্তরাষ্ট্র ও ন্যাটর সমর্থন বিশ্বকে ভয়ঙ্কর যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলে সতর্ক করেছে মস্কো.

Related Articles

Back to top button