সৌদি আরবে ভয়াবহ বাস দুর্ঘটনায় ২০ ওমরাহ যাত্রী নিহত আছে ৮ বাংলাদেশিও Saudi Umrah Bus Accident

সৌদি আরবে ভয়াবহ বাস দুর্ঘটনায় ২০ ওমরাহ যাত্রী নিহত, আহত ২৯ Saudi Umrah Bus Accident
সৌদি আরবে ভয়াবহ বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়ছেন ওমরা পালনে যাওয় বিশ মুসুল্লি. সোমবারে ওই দুর্ঘটনায় আরো ঊনত্রিশ আরোহী গুরুতর আহত হয়েছেন হয়েছেন দগ্ধ. আনুষ্ঠানিক বিবৃতিতে তথ্য জানিয়েছে সৌদি নিরাপত্তা বাহিনী এবং স্বেচ্ছাসেবী সংগঠন।
রেড ক্রেসার জানায় ওমরা পালনে যাওয়া মুসুল্লিদের নিয়ে মক্কার উদ্দেশ্যে যাত্রীদের একটি বাস পথে আসিফ প্রদেশের আঁকা বাস আর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সজোরে ব্রিজে ধাক্কা দেয়. মুহূর্তেই বাসে আগুন ধরে যায়, হতাহতদের পরিচয় এবং জাতীয়তা এখনো নিশ্চিত করা যায় নি।
পুরো এলাকায় নিরাপত্তা বিষ্টু নীতির ঘিরে ফেলা হয়েছে. সাময়িকভাবে আসির আবহাওয়া সংযোগ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে স্থানীয় হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন আহতরা।
পরিচয় মিলেছে সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ বাংলাদেশির
সৌদি আরবে ওমরা হজ যাত্রীদের বহনকারী বাস দুর্ঘটনায় নিহত বাইশ জনের মধ্যে অন্তত আটজনই বাংলাদেশি. সৌদি আরবে বাংলাদেশী দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এই খবর জানা গেছে. নিহতরা হলেন নোয়াখালীর মোহাম্মদ হেলাল, শহিদুল ইসলাম. কুমিল্লার মুরাত নগরের মামুন মিঞা ও রাসেল মোল্লা, লক্ষীপুরের সবুজসাইন কক্সবাজারের মহেশখালির মহম্মদ আসিফ গাজীপুরের টঙ্গীর মহম্মদ ইমাম হোসাইন রনি এবং চাঁদপুরের রুপ মিঞা.
আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আঠারো জন এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক. এখনো নিখোঁজ অন্তত নয় বাংলাদেশি।
ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপত্র সোহেলী সাব বিন জানিয়েছেন দুর্ঘটনার সময় বাস টিপে সাতচল্লিশ আরো হয়েছিলেন এদের মধ্যে পঁয়ত্রিশ জনই বাংলাদেশি. সোমবার যাত্রীদের নিয়ে পবিত্র নগরী মক্কার উদ্দেশ্যে যাচ্ছিল বাসটি. পথে আসিল প্রদেশের আঁকা বা সার এলাকায়।
নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সজোরে ব্রীজে ধাক্কা দেয় এতে হতাহতের এই ঘটনা ঘটে. আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় আসির আবহাওয়া সংযোগ সড়কে কয়েক ঘণ্টার জন্য. বন্ধ থাকে. যান চলাচল।