Bangladesh

মুরগির দাম কমানোর ঘোষণা দিলো শীর্ষ ৪টি পোল্ট্রি ফার্মের মালিকগন Egg Price Today

মুরগির দাম কমানোর ঘোষণা দিলো শীর্ষ ৪টি পোল্ট্রি ফার্মের মালিকগন Egg Price Today

খামার পর্যায়ে মুরগির দাম প্রতি কেজিতে বিশ শতাংশ কমানোর ঘোষণা দিয়েছে দেশের শীর্ষ চারটি পোল্ট্রি ফার্ম. এর মধ্যে আছে কাজী ফার্মস, প্যারাগন পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি, আফতাব বহুমুখী ফার্মস ও সিপি বাংলাদেশ. বিকালে ভক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রিফিংয়ে এই ঘোষণা দেন খামার মালিকরা.

পোল্ট্রি নিয়ন্ত্রণে রাখতে খামার পর্যায় থেকে পাইকারি এবং খুচরা সকল স্তরে কঠোর নজরদারির আহ্বান জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

পোল্ট্রি মুরগির অস্বাভাবিক দাম বৃদ্ধির কারণ সম্পর্কে বৃহস্পতিবার শুনানির আয়োজন করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর. এতে অংশ নেয় দেশের শীর্ষ চারটি পোল্ট্রি ফার্ম. শুনানির শেষে নতুন মূল্যের ঘোষণা দেন এইসব ফার্মের উদ্যোক্তারা।

বলেন আগে খাবার পর্যায় থেকে প্রতি কেজি পোল্ট্রি মুরগি দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকা কেজি দরে বিক্রি করা হতো. রমজান মাসের শুরু থেকে তা একশো নব্বই থেকে একশো পঁচানব্বই টাকা কেজি দরে বিক্রি করা হবে. আমরা যারা আছি অন্তত আমরা তো এখানে agree করলাম, যে এই দামে আমরা এটা বিক্রি করবো. তো আশা করছি যে আ এই আলোচনার আজকের এই আলোচনার ফলে আমাদের রোজার মাসটায় অন্তত একটা সহনশীল পর্যায়ের মূল্য থাকবে।

তবে পাইকারি থেকে খুচরা পর্যায় পর্যন্ত বিভিন্ন হাত বদলে যেন মুরগির দাম বেশি না বাড়ে. সেদিকে সরকারকে নজর দেওয়ার আহ্বান জানান উদ্যোক্তারা. বলেন বিশ্ববাজারে পোল্ট্রি ফিলের কাঁচামালের দাম এবং উৎপাদন খরচ বেড়েছে।

তাই রোজার শেষে খামার পর্যায়ে মূল্য সমন্বয় করা হবে. এদিকে খামার পর্যায়ে প্রতি কেজিতে প্রায় চল্লিশ টাকা দাম কমে আসার ফলে খুচরা বাজারে খুব শীঘ্রই দাম কমে আসবে বলে মনে করেন ভোক্তা অধিকার সংরক্ষণের মহাপরিচালক।

ওনারা একশো নব্বই থেকে থেকে শুরু করবে. এটি মার্কেটে আমরা দেখছি প্রত্যেকটা স্তরে. এটা জেলা থেকে মনিটর হবে. প্রতিটা গোয়েন্দা সংস্থা মনিটর হবে এবং এটা আমরা দেখি. আমি সেটাও কিন্তু বলেছি যে এটা ইমপ্যাক্ট করতে পারে. যেটা দুশো সত্তর সেখানে চল্লিশ টাকার ইম্প্যাক্ট পড়তে পারে।

বিকেলে হোটেল রেস্তোরাঁ মালিক সমিতির সাথে পৃথক মতবিনিময় সভা করে অধিদপ্তর. সভা শেষে briefing এর সংস্থাটির মহাপরিচালক জানান, রমজান মাসে চকবাজার সহ মহানগরীর কোথাও খোলা অবস্থায় ইফতার সামগ্রী বিক্রি করতে দেওয়া হবে না. এইগুলোর আপনাদের সঙ্গতভাবে প্রতিবাদ করেন.

Related Articles

Back to top button