Bangladesh
আজ থেকে স্বর্ণের ভরি ৯৮,৭৯৪ টাকা ছাড়ালো সর্বকালের রেকর্ড Gold Price

আজ থেকে স্বর্ণের ভরি ৯৮,৭৯৪ টাকা ছাড়ালো সর্বকালের রেকর্ড Gold Price
দেশের বাজারে আবারো স্বর্ণের দাম বাড়ানো হয়েছে. সবচেয়ে ভালো মানের বাইশ ক্যারেটের দাম ভরিতে সাত হাজার ছয়শো আটানব্বই টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স. Association bades. ভালো মানের প্রতি ভরী স্বর্ণ কিনতে লাগবে আটানব্বই হাজার সাতশো চুরানব্বই টাকা।
সকাল থেকেই নতুন দাম কার্যকর করা হয়েছে. বলছে স্থানীয় বাজারে তেজাবীর স্বর্ণের মূল্য বৃদ্ধি পেয়েছে যার প্রেক্ষিতেই এই দাম বাড়ানো হয়েছে. একুশ ক্যারেটের স্বর্ণের দাম ভরি প্রতি নির্ধারণ করা হয়েছে চুরানব্বই হাজার তিনশো তিন টাকা. আঠেরো ক্যারেট ক্যারেটের প্রতি ভরী পরবে হাজার আটশো বত্রিশ টাকা. সনাতন পদ্ধতির প্রতি ভরী স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে সাতষট্টি হাজার. তিনশো এক টাকা.
এদিকে রুপার দাম কোনো পরিবর্তন হয়নি. বাইশ ক্যারেটের প্রতি ভরি এক হাজার সাতশো পনেরো টাকা।